কবি-সাহিত্যিকদের লেখনীতে ধরা পড়ে জীবন, প্রকৃতি ও পরিবেশের কথা। তাদের লেখনীগুণে জীবন ও জগতের সমস্ত সত্য সুষমামন্ডিত হয়ে সৃষ্টির রূপ পায়। অন্যদিকে, বিজ্ঞানীরা সত্যের সন্ধানী, সত্যের পূজারী। এই মহাবিশ্বের যাবতীয় চেতন ও অচেতন বস্তুর পেছনে ‘কী, কেন, কোথায় কীভাবে’ প্রশ্নমালা নিয়ে নিরন্তর সত্যের সন্ধানে রত বিজ্ঞান। তাই বিজ্ঞান ও সাহিত্য উভয়কেই সত্যসন্ধানী বলা যায় নিঃসন্দেহে। বিজ্ঞান ও সাহিত্য তাই পরস্পরবিরোধী তো নয়ই, বরং একে অন্যের পরিপূরক।
বক্তারা আরো বলেন, সাহিত্য যেমন সমাজের সব মানুষের মনন ও চেতনাকে রাঙায়, আলোড়িত করে, আলোর পথ দেখায়, বিজ্ঞানের ক্ষেত্রেও তা-ই। আর যে সাহিত্য-পূজারী দেশ-কালের সীমানা ছাড়িয়ে বিশ্বের আঙিনায় চিরভাস্বর, তিনি যে বিজ্ঞানের পূজারীও হবেন তাতে আশ্চর্যের কিছু নেই। আর তাই বিজ্ঞানমনস্কতা, বিজ্ঞানভাবনার অসংখ্য নমুনা ছড়িয়ে রয়েছে আমাদের কবিগুরুর অসংখ্য প্রবন্ধে, কবিতায়, গল্পে, উপন্যাসে, গানে, চিঠিপত্রে। তিনি বিজ্ঞানের সত্যকে সাহিত্যের মাধুরী মিশিয়ে হাজির করেছেন আমাদের সামনে, আমাদের চেতনাকে সত্যের রঙে রাঙিয়ে দিতে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল শুক্রবার ২৫ তম দিনে ‘সাহিত্যে বিজ্ঞান চেতনা’ শীর্ষক সেমিনারে বক্তারা উপর্যুক্ত বক্তব্য রাখেন।
অধ্যাপক মোহাম্মদ হাসানুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন ড. উজ্জ্বল কুমার দেব। অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক কামাল উদ্দিন, সাফফাত আহমেদ খান, অধ্যাপক শিপন চন্দ্র দেব, অধ্যাপক রঞ্জিত কুমার দেব, পরিমল ধর, মো. মাজহারুল হক, মহাম্মদ মহসীন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন রূপক কুমার রক্ষিত।
সেমিনারে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি শামীম ফাতেমা মুন্নী, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কাঞ্চনা চক্রবর্তী, মুন্নি চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, শহীদুল্লাহ্ শাহরিয়ার, লেখক গৌতম কানুনগো, সংগঠক এস এম আজিজ উদ্দিন, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, তারিফা হায়দার, প্রবীর বড়ুয়া, হামিমা জামিল রুমা, রীমা বড়ুয়া, জাহানারা মুন্নী, লিটন কুমার চৌধুরী, জারিন, রাহা, মাশফি, শিপ্রা দাশ, সাইফুল্লাহ কায়সার, সরওয়ার আরমান, প্রনব রাজ বড়ুয়া, রাজন্যা দাশ, রাজর্ষি দাশ, অরিজিৎ চক্রবর্তী, জায়তুন্নেসা জেবু, মোহাম্মদ ওয়াহিদ মিরাজ, ফারজানা রহমান শিমু, গোফরান উদ্দীন টিটু, সৈয়দা সেলিমা আক্তার, সুপ্রতীম বড়ুয়া, তসলিম খাঁ, এম কামাল উদ্দিন, রঞ্জনা বড়ুয়া, আবদুল্লাহ আল ফয়সাল, মাইশা, মিশকাত, রেজাউল করিম স্বপন, কাবেরী আইচ, হৃদিতা চক্রবর্তী, শ্যামল বড়ুয়া, উপাসনা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি










