বিজ্ঞানী জামাল নজরুলকে স্মরণ

আহরণের সভা

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

বিশ্ববরেণ্য বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আহরণের উদ্যোগে অনলাইন স্মরণসভা গত ১৬ মার্চ চবি গণিত বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গোলাম মোস্তফার প্রার্থনা কবিতাটি আবৃত্তি করেন আহরণের পাঠক আবরার ফাইয়াজ। ড.জামাল নজরুল ইসলামের জীবনী পাঠ করেন মাহাদি হাসান। ড. ইসলামের বিখ্যাত গ্রন্থ ‘দ্য আলটিমেট ফেইট অব দ্য ইউনিভার্স ’ থেকে পাঠ করেন ইফতেখার রেজা রহমান। এরপর ড. জামাল নজরুল ইসলামের সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও প্রদর্শন করেন চৌধুরী ইয়াসার ওয়াজিহ্‌ বর্ণ। আহরণ সপ্তনীতি পরিবেশন করে মো. তামজিদ হোসেন। শিল্পী সুপ্রিয়া চৌধুরী রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। বক্তব্য রাখেন রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বনিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ্‌ আল মাহবুব এবং চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বক্তাগণ বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের স্মারকগ্রন্থ প্রকাশের বিশেষ তাগিদ দেন। রবীন্দ্রকাব্য থেকে নেয়া ‘আহরণ ভাবধারা’ পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। সভাপতি ড.জামাল নজরুল ইসলামের নানা স্মৃতিকথা অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করেন। সভা সঞ্চালনা করেন প্রকৌশলী নাজমুস সাকীব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পার্টির জন্য সোনালী সময় আসছে : জি এম কাদের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি