বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের শপথ

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নবাগত ইন্টার্নি ডাক্তারদের রিসেপশন ও শপথ গ্রহণ প্রোগ্রাম গত সোমবার বিজিসি বিদ্যানগরের চেয়ারম্যান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্র্রাস্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. এস. এম. তারেক। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. নিবেদিতা পাল, অধ্যাপক ডা. এলভিন সাহা, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. খুরশীদ আলমসহ বিভিন্ন বিভাগীয় প্রধানবৃন্দ এবং ম্যানেজমেন্ট অফিসিয়াল মোহাম্মদ এরশাদ হোসেন, মো. তাজুল ইসলামসহ অন্যান্যরা। নবাগত ইন্টার্নি ডাক্তারদের শপথ বাক্য পাঠ করান ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.)। ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. সৈয়দ সাইফুল ইসলামের তত্বাবধানে ও নবাগত ইন্টার্নি ডাক্তারদের অংশগ্রহণে রিসেপশন ও শপথ গ্রহণ প্রোগ্রাম শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু