বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হযরত আলী মিয়া।

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক মো. নকিব ও আইন বিভাগের শিক্ষক ফারহাত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. মিতা মজুমদার। উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের অধ্যাপক প্রফেসর শাশ্বতী দাশ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো. সরওয়ার উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রক্টর ড. মোহাম্মদ সিরাজ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, . রানা করন, এমবিএ কোঅর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উপদেষ্টা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মুনমুন বিশ্বাস, ইংরেজী বিভাগের শিক্ষক রিনি দত্ত, ফার্মেসী বিভাগের শিক্ষক ঐন্দ্রিলা চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমাদের বাঙালির ভাষাসাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য এই বর্ষবরণ এবং বৈশাখী মেলা। আমরা বাঙালীরা সব সময় উৎসব প্রেমিক, তাই প্রতিটি উৎসব আমরা আনন্দময় পরিবেশে পালন করি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এর ব্যতিক্রম নয়। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে আজকের উৎসবের আয়োজন করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় গানে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র জয় ভট্টাচার্য ১ম, ইংরেজি বিভাগের ছাত্রী দীপান্বিতা দাশ দোলা ২য় ও ইংরেজী বিভাগের ছাত্রী রাজেশ্বরী চৌধুরী ৩য় স্থান অধিকার করে, নৃত্য প্রতিযোগিতায় ইংরেজী বিভাগের ছাত্র রাফী আরাফাত ১ম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী অর্পিতা ঘোষ ২য় এবং জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ছাত্রী কসু্তরী বসাক ৩য় স্থান অধিকার করে, উপস্থাপনা প্রতিযোগিতায় আইন বিভাগের ছাত্রী জান্নাতুন ফেরদৌস আশফিয়া ১ম, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ছাত্রী অর্পিতা ঘোষ ২য় ও আইন বিভাগের ছাত্র মইনুদ্দিন সজীব ৩য় স্থান অধিকার করে। মেলায় ক্যাম্পাস ছাত্রছাত্রীদের পদচারণায় মুখর ছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বীরকন্যা প্রীতিলতা : তুমি রবে নীরবে হৃদয়ে মম’
পরবর্তী নিবন্ধদেশের স্থিতিশীলতা বিনষ্টকারী অপশক্তি দমনে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে