বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

| বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের এক সভা একাডেমিক কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, একাডেমি কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস.এম শোয়েভ, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. নুরুল আবছার, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. মিতা মজুমদার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো. কামাল উদ্দিন এবং আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাডেমিক মিটিং এর সিদ্ধান্ত অনুমোদন, সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটির ৬৮তম এবং ৭২তম সভায় একাডেমিক সিদ্ধান্তসমূহ কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সনের নতুন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি কমিটি গঠন এবং বিভিন্ন বিভাগের আবেদনকৃত ছাত্রছাত্রীদের রেজিষ্ট্রেশনের মেয়াদ বর্ধিতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধইজতেমায় আসতে মাওলানা সাদকে ভিসা দেওয়ার আহ্বান