বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে ইউসেপ প্রতিনিধি দলের মতবিনিময়

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় মতবিনিময় করেছে ইউসেপের একটি প্রতিনিধি দল। বিজিএমইএ’র সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিমের সভাপতিত্বে সভায় বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, খন্দকার বেলায়েত হোসেন, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্লাহ্‌্‌ মনসুরসহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও ইউসেপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউসেপের নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের কর্মমুখী শিক্ষাদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে ইউসেপ-বাংলাদেশ। ইউসেপ পরিচালিত বিভিন্ন ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল বেশির ভাগই পোশাক শিল্প প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি হিসেবে কর্মরত। ইউসেপের কার্যক্রম আরো বেগবান করতে বিজিএমইএ’র সহযোগিতা কামনা করেন তিনি। বিজিএমইএ’র সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম তার বক্তব্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিজিএমইএ ও ইউসেপ বাংলাদেশ একযোগে কার্যক্রম পরিচালনা করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এতে আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্ল্যাহ মনসুর, ইউসেপের পরিচালক (প্রোগ্রাম) দিদারুল এনাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজির আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধজননেতা এম এ আজিজের মৃত্যুবার্ষিকী আজ