নগরীতে নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে পাহাড়তলী থানাধীন গ্রিন ভিউ আবাসিকের ২ নম্বর রোডের ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মৃত নুরুল ইসলাম ফেনীর উত্তর শিবপুর গ্রামের আলাবক্স মজুমদার বাড়ির মো. জমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে নুরুল ইসলামের পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি বেড়াতে যায়। তখন থেকে তিনি বাসায় একা ছিলেন। শুক্রবার তার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে বাসায় ঢুকে বিছানায় নুরুল ইসলামের লাশ দেখতে পায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান আজাদীকে বলেন, ঘরের ভিতর থেকে দরজা লক করা ছিল। আর ভিতরে বিছানায় ওই ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। এটি রহস্যজনকও হতে পারে, আবার স্বাভাবিক মৃত্যুও হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।