জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে খেলাঘর কর্মী রেহনুমা ফেরদৌস মিতুল হত্যার বিচারের দাবিতে এক প্রতিবাদী সমাবেশ গতকাল বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, মিতুলের বাবা তারেক ইমতিয়াজ ইমতু, জামশেদুল আলম চৌধুরী, সীতারা শামীম, অধ্যাপক রঞ্জন বণিক, অধ্যাপক রোজী সেন, প্রদীপ ভট্টাচার্য্য, গোপাল কৃষ্ণ লালা, দেবাশীষ রায়, চন্দন পাল, মাহবুবুল হক সুমন, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, শওকত হোসাইন, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মহিউদ্দিন শাহ, এডভোকেট রেহেনা বেগম রানু, অসীম বিকাশ দাশ, এডভোকেট শৈবাল আদিত্য প্রমুখ। সভায় বক্তারা বলেন, যে সামাজিক রোগে আক্রান্ত হয়ে মিতুলের মত প্রাণবন্ত মেয়েকে জীবন দিতে হয়েছে সেই সমাজের বিরুদ্ধে স্ব-স্ব অবস্থান থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের কাছে সকলের প্রত্যাশা খেলাঘর কর্মী মিতুল হত্যাকাণ্ডের তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।