লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালাংগী ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন। নিহত আবুল কালাম ডাকু (২০) শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার অপির উদ্দিনের ছেলে। খবর বিডিনিউজের।
স্থানীয়দের বরাতে পাটগ্রাম থানার ওসি আবু সাইদ জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আবুল কালাম বাড়ি থেকে বের হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখালসহ সীমান্তে ভারতীয় গরু আনতে যান। এ সময় বাংলাদেশ সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ১৬৯ বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিতে কালাম গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন জানান, এ ঘটনায় গতকাল সকালে বিজিবি তিস্তা ব্যাটালিয়ান–২ এবং ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্টের মধ্যে ঝালাংগী বিওপির সীমান্ত পিলার ৮৪৮/৯ এস সংলগ্ন পকেট পাড়া এলাকায় ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত হয়েছে। ওসি আবু সাইদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।