বিএম ডিপো পরিদর্শনে এইচঅ্যান্ডএম ও মার্সক লাইনের প্রতিনিধিদল

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিএম কন্টেনার ডিপো পরিদর্শন করেছে এইচঅ্যান্ডএম ও মার্সক লাইনের দুই প্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রতিষ্ঠান দুটির কান্ট্রি ম্যানেজারসহ প্রায় ২০ জনের প্রতিনিধিদল। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তারা পরিদর্শনে আসেন। এ সময় বিএম কন্টেনার ডিপোর জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন (অব.) মাইনুল আহসান খান তাদের সাথে ছিলেন।
তিনি বলেন, আমরা পুরো ডিপোটি রি-কনস্ট্রাকশন (পুনঃনির্মাণ) করছি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। নতুন নকশায় ফের নির্মাণ হচ্ছে ডিপোটি। বন্দর, কাস্টমস, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, পিডিবি, সীতাকুণ্ড থানা, বিস্ফোরক অধিদফতরসহ ১০ প্রতিষ্ঠানকে আমরা বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছি। প্রতিনিধিদলে ছিলেন, এইচঅ্যান্ডএমের প্লোবাল ভাইস প্রেসিডেন্ট ম্যাটস স্যামুয়েলসন, সুইডেন থেকে এইচঅ্যান্ডএমের বিজর্ন ব্লোমেগ্রেন, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ক্যালেবো অ্যানেলি, গুলশান আরা মুন্নি, ফ্রান্সিস গোমেজ এবং মার্সক লাইনের প্লোবাল ভাইস প্রেসিডেন্ট ক্লাউস কোয়েলার্ট প্যাগ, সুইডেন থেকে সোফিয়া পার্টোভি, নেদারল্যান্ড থেকে কার্লিন ভ্যান ডের মার্ক, অ্যাক্তা কোহলি, মানব মেহতা, অভিজিৎ পাল, রাশেদুজ্জামান রানা প্রমুখ। এ সময় বিএম ডিপোর সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম, ডিজিএম নুরুল আকতার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএম ডিপোর কর্মকর্তারা জানান, গত ৪ জুন রাতে দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটিগুলো তাদের কাজ এখনো শেষ না করতে পারেনি। তবে বন্দর ও কাস্টমসের কর্মকর্তাদের উপস্থিতিতে ডিপোতে থাকা কন্টেনারগুলো পরীক্ষার কাজ শুরু করেছে ডিপো কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধজলাতঙ্ক ভয়ের বিষয় নয় সচেতনে রক্ষা পাওয়া সম্ভব