বিএমএসএসের উদ্যোগে ও ‘ছায়াতল বাংলাদেশ’র সহযোগিতায় আয়োজিত হয়েছে ‘নগরফুলের দেখভাল’। তিনদিনব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পথশিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প, তাদের সুবিধা অসুবিধার কথা শোনা, তাদের জন্য পুষ্টিকর খাবার প্রদান করা, বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন ও সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা প্রদান, ফলো-আপ, শিক্ষার জন্য প্রয়োজনীয় জিনিস প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা। বাচ্চাদের জন্য স্বাস্থ্য ক্যাম্প, মানসিক কাউন্সেলিং ও পুষ্টিকর খাবার বিতরণসহ বাচ্চাদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন ডাক্তারগণ এবং তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন উপদেশ দেন। তাদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই ইভেন্ট সম্পর্কে বিএমএসএস প্রেসিডেন্ট তাসনিয়া নূর বলেন, আমি আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পেরেছে ও তাদের সুন্দর কয়েকটি দিন উপহার দিতে পেরেছে। সকলের অংশগ্রহণে এই ইভেন্ট সাফল্যমণ্ডিত হয়। বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটি পথশিশুদের মুখে হাসি ফুটাতে পেরে ও তাদের জন্য কিছু করতে পেরে অত্যন্ত আনন্দিত। তাদের এই কর্মকাণ্ড অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রেস বিজ্ঞপ্তি।