বিএনপি সংসদ নির্বাচন করবে কি করবে না, এটি তাদের নিজস্ব বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

| শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন করবে কি, করবে না, এটি তাদের নিজস্ব বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। খবর বাসসের।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামী লীগসহ সবদল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচনে আসবে কি, আসবে না, এটি তাদের নিজস্ব বিষয়। তিনি বলেন, এবার যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ইভিএম মেশিনে নির্বাচন হয়।
ঠাকুরগাঁওয়ে শিশু হত্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় একজন শিশুর মায়ের কুলে মৃত্যু হয়। আমরা এ বিষয়ে তদন্ত করে দেখবো কারো কোন গাফিলতি আছে কিনা। তদন্তে কারো গাফিলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি বা যেকোন প্রভাবশালী ব্যক্তি বা তার ছেলে কেউ আইনের উর্ধ্বে নয়। আইন কারো জন্য বসে থাকে না। আইন নিজস্ব গতিতে চলে। আইন সবার জন্যই সমান। যারাই অন্যায় করে, দুস্কর্ম করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হচ্ছে। সে হউক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি কেউই আইনের ঊর্ধ্বে নয়।

পূর্ববর্তী নিবন্ধসচেতন হলেই প্রতিরোধ করা যাবে হেপাটাইটিস
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সঙ্কট : বন্ধু রাষ্ট্রগুলোর ব্যবসায়ী মনোভাবে মোমেনের হতাশা