বিএনপি-রাজাকারদের নয়, আওয়ামী লীগের দখলে থাকবে রাজপথ

বোয়ালখালীতে শোক দিবসের সভায় হানিফ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিলেন, তাদের সাক্ষাৎকার ও ভাষ্য অনুযায়ী খুনি জিয়াই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল বেনিফিসিয়ারী। খুনি জিয়া ক্ষমতায় এসে মহান মুক্তিযুদ্ধে মীমাংসিত বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র শুরু করেন। দালাল আইন বাতিল করেন, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা নিষিদ্ধি করেন, রাজাকার ও ১৫ আগস্ট কালো রাত্রের সাথে জড়িত সকলকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করেন। বিএনপি-জামাতের রাজনৈতিক ষড়যন্ত্র এখনো থেমে নেই। ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
গতকাল শনিবার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের লড়াকু নেতা-কর্মীদের কে রাজপথ দখলের হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে। রাজপথে ত্যাগ-তিতিক্ষার অভিজ্ঞতা একমাত্র আওয়ামী লীগেরই রয়েছে । সুতরাং বি এন পি-রাজাকারদের নয় আওয়ামীলীগের দখলে থাকবে আগামীর রাজপথ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বঙ্গবন্ধুর স্থান। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথ সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভানেত্রীর পিছনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, সুদীর্ঘকাল ধরে পরাধীন বাঙালিকে বঙ্গবন্ধু এক করেছেন। ভৌগলিক স্বাধীনতা এনে দিয়েছেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোতহেরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম, শাহাজাদা মহিউদ্দিন, প্রদীপ দাশ, বোরহান উদ্দিন এমরান, শাহনেওয়াজ হায়দার শাহীন, গোলাম ফারুক ডলার, শামীমা হারুন লুবনা, এস এম সেলিম, জহুরুল ইসলাম, শামীম আরা বেগম, রেজাউল করিম বাবুল, সফিউল আলম, নুরুল আবছার হীরা, আবদুর রউফ, সাইদুর রহমান খোকা, এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান, শফিউল আজম শেফু, শেখ শহিদুল আলম, আরিফুল ইসলাম, এস এম বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডেট দিন, কবে খেলবেন : শামীম ওসমান
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ১৪৪ ধারা জারি