বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

আজাদী অনলাইন | বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ১২:২৩ অপরাহ্ণ

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সকালে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ইশরাক হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই গাড়ীর মধ্যে ধাক্কা, চালকের সহকারী নিহত
পরবর্তী নিবন্ধবায়েজিদে পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার