বিএনপি নেতা ইশরাকের জামিন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ২:০৮ অপরাহ্ণ

নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।

গত ৬ এপ্রিল গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

ওই দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করা হয়। এরপর ইশরাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ওই মামলায় জামিনে ছিলেন ইশরাক। তবে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসঞ্চয়পত্রের টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট
পরবর্তী নিবন্ধসদরঘাটে গ্রেনেড উদ্ধার মামলায় জঙ্গি রাকিবুলের ৫ বছরের সাজা