বিএনপি-জামায়াতকে ‘মল্লযুদ্ধ’ বন্ধ করার আহ্বান এনসিপির

দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে বিএনপিজামায়াতে ইসলামী মল্ল যুদ্ধ করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দুই দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। খবর বাংলানিউজের।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াত এবং বিএনপির মধ্যে মল্ল যুদ্ধ চলছে, মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, আমরা রাজনীতির নামে মল্ল যুদ্ধ দেখতে চাই না, রাস্তায় ফাইট দেখতে চাই না। এনসিপির এই নেতা বিএনপিজামায়াতকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোকে বলব, সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে। এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাকর একটি বিষয় হবে। এজন্য রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ইতোমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে। কিন্তু কার সঙ্গে কে বসবে, সে বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। আবার একটি দল বলেছে, এটা সরকারকে সমাধান করতে হবে, রেফারিং করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্যে দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে, দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনার টেবিলে বসতে পারে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই আলোচনার টেবিলে সরকার বসিয়েছিল গত ছয় মাস। তাদের বসিয়ে রেখেছিল যে, তুমি আসো এখানে বসে বসে কাজ করো। যখনই তাদের ছেড়ে দিয়েছে, গিয়ে বলেছেযে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিল। তাহলে গত ছয় মাস আপনিও প্রতারণা করেছেন। এখন এসে বলছেন যে, আমি প্রতারণার টেবিলে ছিলাম, আপনি তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেনযদি এটা প্রতারণা হয়। রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে।

দলীয় মনোনয়ন ফরম ছেড়েছে এনসিপি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনলাইন ও অফলাইনে দলীয় মনোনয়ন ফরম ছাড়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টিএনসিপি। গতকাল ঢাকার বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে মনোনয়ন ফরম বিতরণের ঘোষণা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারা। তিনি বলেন, তিন প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে; অনলাইনের মাধ্যমে ফর্মটা পূরণ করতে পারবেন। এছাড়া মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমেও মনোনয়নটা জমা দিতে পারবেন।

রংপুর বিভাগে আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগ ইমরান ইমন, সিলেট বিভাগে এতেশাম হক, ময়মনসিংহ বিভাগে আশিকীন আলম, ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগ নিজামউদ্দিন, চট্টগ্রাম বিভাগ এসএম সুজাউদ্দিন, কুমিল্লা বিভাগে মোহাম্মদ আতাউল্লাহ, খুলনা বিভাগ ফরিদুল হক ও বরিশাল বিভাগে মুজাহিদুল ইসলাম শাহীন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ উন্মুক্ত থাকবে। মনোনয়ন ফর্মের সর্বনিম্ন দাম রেখেছি ১০ হাজার টাকা। কেউ চাইলে বাড়িয়েও দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি, মজুর রয়েছেন, তাদের জন্য মনোনয়ন ফর্মের দাম রাখা হয়েছে দুই হাজার টাকা। তিনি আরও বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, দলের আহ্বায়ক সেটা আগেই সংবাদমাধ্যমে পরিষ্কার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএরশাদ উল্লাহর গণসংযোগে হামলা নির্বাচনকে বিলম্বিত করার গভীর ষড়যন্ত্র
পরবর্তী নিবন্ধগণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে : তাহের