বিএনপি-জামাত কখনো বাংলাদেশ চায়নি, এখনো চায় না : নওফেল

আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সভাপতি রুহুল আমিন, সম্পাদক মো. ইব্রাহিম

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, বিএনপি জামাত কখনো বাংলাদেশ চায়নি এবং এখনো চায় না। তারা বিদেশে লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে তাদের পক্ষে লবিস্ট নিয়োগ করেছে। তাদের এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের উৎস কোথায় তা জাতি জানতে চায়।

গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল এসব কথা বলেন। হোটেল সৈকতে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইছহাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে রুহুল আমিন তপনকে সভাপতি এবং মোঃ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমরা সকল দল ও মতের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আন্দোলনের নামে অরাজকতা, নাশকতা কিছুতে সহ্য করা যায় না। তারা চট্টগ্রামে অরাজকতা ও নাশকতার যে মহড়া ২১ দিন যে নাশকতা ও অরাজকতা সৃষ্টি করেছে তা সহ্যের সীমানা লঙ্ঘন করেছে। প্রতিটি স্তরের নেতাকর্মীকে জনগণকে সাথে নিয়ে এই অপশক্তিকে মোকাবেলার সময় এসেছে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত বিশেষ সুবিধা অর্জনের জন্য কথিত ও মৃত তত্ত্বাবধায়ক সরকারের ধোয়া তুলছে। আদালতের রায় এবং সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণের কোন সুযোগ নেই। সম্মেলন বক্তব্য রাখেন, নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী, বাবুল, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি, মোঃ সালাউদ্দিন, মাহবুবুল হক সুমন, মোঃ শওকত হোসেন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, রুহুল আমিন তপন, নীলু নাগ, নুরুল কবির, জয়নাল আবেদীন, ফজল হক। সভামঞ্চে উপস্থিত ছিলেন সফর আলী, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, হাজী মোঃ হোসেন, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, আবুল মনছুর, সাইফুদ্দিন খালেদ বাহার, . নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ। শোক প্রস্তাব পেশ করেন মাসুদুল আলম বাবুল।

পূর্ববর্তী নিবন্ধদেয়ালচিত্র ভাঙচুর নিয়ে বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ও মীরসরাইয়ে বজ্রপাতে ১০ গরুর মৃত্যু