বিএনপি একাত্তরের পরাজিত অশুভ শক্তির প্রতিভূ

নগর আওয়ামী লীগের জনসমাবেশে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের ট্র্যাজেডি একই সূত্রে গাথা। ১৫ আগস্টের মূল হোতা ও পরিকল্পনাকারী স্বৈরশাসক জিয়া এবং ২১আগস্টের পরিকল্পনাকারী ও মূলহোতা জিয়াউর রহমানের কু সন্তান তারেক জিয়া। ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যারও পকিল্পনা ছিল। কিন্তু তা আল্লাহর রহমতে সম্ভব হয় নি। তারেক ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছিল। এটা বিচারে আইনগতভাবে প্রমাণিত একটি সত্য। তাই বুঝা যায় বিএনপি হত্যাকারীর দল এবং একাত্তরের পরাজিত অশুভ শক্তির প্রতিভূ।

২১ আগস্ট বোমা হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে জনসমাবেশে তিনি একথা বলেন।

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, জিয়ার আমলে এদেশে হত্যাকু রাজনীতির সূচনা হয়েছিল। তা অব্যাহত রেখেছিলেন এরশাদ এবং খালেদা জিয়া। এসময় হাওয়া ভবনের দুর্নীতি স্পষ্ট হয়ে উঠে।

শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় জনসমাবেশের শুরুতে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন শহীদের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং যারা অসুস্থ আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করা হয়। সমাবেশে আরো বক্তব্য দেন, নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, নোমান আল মাহমুদ এমপি, হাসান মাহমুদ শমসের, মো. হোসেন, আবু তাহের, পেয়ার মোহাম্মদ, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ বাচ্চু, গোলাম মো. জোবায়ের, দিদারুল আলম মাসুম, এস এ মুরাদ, মো. সেলিম, মো. নাঈম, আবুল মনছুর চৌধুরী খোকন।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে ৬ স্বর্ণের বার উদ্ধার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার কাজ শুরু