বিএনপির সন্ত্রাস নৈরাজ্য জনগণ প্রতিহত করবে

আ.লীগের শান্তি সমাবেশে বক্তারা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

বিএনপিজামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি সমাবেশ গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং জ্বালানী, খনিজ সম্পদ মন্ত্রনালয় সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, আবু সাইদ চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, এড: মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, এড: জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, এড. আবদুর রশিদ, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, গোলাম ফারুক ডলার, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বিজয় কুমার বড়ুয়া চেয়ারম্যান, ছিদ্দিক আহমদ বি.কম, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান শিবলী, নাছির আহমদ চেয়ারম্যান, বিজন চক্রবর্ত্তী, সেলিম নবী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, এম এ মালেক, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব সাদলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সবাপতি এস এম বোরহান উদ্দিন, সুরেশ দাশ প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিএনপিজামাত চক্র বিগত দিনে পেট্রোল বোমা আর অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতায় যেতে চেয়েছিলো কিন্ত তারা ব্যর্থ হয়েছে। সে অপশক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবার সন্ত্রাস নৈরাজ্যের অপচেষ্টা চালানো হলে রাজপথেই প্রতিরোধ করা হবে। গতকাল বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, মুজিব সৈনিকরা মাঠেই আছে সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করা হলে ছাড় দেয়া হবেনা।

যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কাশেম চিশতি, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাসান জামিল, মো সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আখতার হোসেন খান, সাহেদ সরোয়ার শামীম, জেলা যুবলীগ সভাপতি এস এম রাশেদুল আলম, মৎস্যজীবী লীগ সভাপতি হারুন অর রশীদ, মো. শাহজাহান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল শান্তি মিছিল ষ্টেশন রোড, নিউমার্কেট কোতোয়ালী হয়ে পূনরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

যুব সংগঠক সৈয়দ নজরুল ইসলাম : দেশব্যাপি বিএনপি জামাতের নৈরাজ্যর প্রতিবাদে বিজিএমইএর প্রথম সহসভাপতি ও যুব সংগঠক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল নগরীর চেরাগী পাহাড চত্বরে গতকাল শনিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ নজরুল ইসলাম। অমল সেনের সভাপতিত্বে যুবনেতা রফিকুল আলম বাপ্পির সঞ্চালনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন আবছারুল হক, মহানগর যুবলীগের সাবেক সদস্য আবু সাইদ সুমন, ছাবের আহমদ, আনিস খোকন। উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম শাহনূর, মোহাম্মদ মনছুর, গোলাম দস্তগীর টুটুল, লিয়াকত আলী, মোহাম্মদ ইউছুফ, আলবিন নুর নাহিন, মোহাম্মদ বেলাল উদ্দিন, হাসান হাবিবুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ আবির, সাদমান প্রমূখ। সমাবেশ শেষে মিছিল শান্তি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মহানগর যুবলীগ : বিএনপিজামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর ষোলশহর ২নং গেইট ও জিইসি মোড় প্রাঙ্গনে বিকাল ৩টায় শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্‌বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি এখন চাচ্ছে লাশের রাজনীতি করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি বিভিন্ন অপচেষ্টা করবে। কিন্তু তাদের এ ধরনের অপচেষ্টা রুখে দিবে আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, এস এম সাইদ সুমন, শহিদুল ইসলাম শামীম, নাসের তালুকদার, আবদুল আজিম, খোকন চন্দ্র তাঁতি, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিক, আলমগীর আলম, আজিজ উদ্দিন, সাহেদুল ইসলাম সাহেদ, কফিল উদ্দিন, আফতাব উদ্দিন রুবেল, আবদুল আজিজ, মান্না বিশ্বাস, আবুল কালাম আবু, মো. হরুন, শওকত আলী, আবুল বশর, শফিকুল হাসান রিপন, মো. হেলাল, ছগির, মাহতাব, জুয়েল, নাহিদ, নোমান, হিরু, এড. সৈয়দ রবি, সাইফুল করিম, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাল শহীদ, সামাদ, মিল্টন, রবিন, আজাদ হোসেন, এম হান্নান রুবেল, এরশাদ, রাজু, শাওন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিজাম উদ্দিন একজন আদর্শ সাংবাদিক ছিলেন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান