নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহজাহান বাদশা প্রকাশ লাল বাদশাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহজাহান বাদশা বায়েজিদ থানার মাঝের ঘোনা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বায়েজিদ ও সীতাকুণ্ড থানায় ১৩টি মামলা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, আরেফিন নগর মাঝের ঘোনা এলাকার বিএনপির শীর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু শাহজাহান বাদশা প্রকাশ লাল বাদশাকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ থানার ৯টি মামলা এবং সীতাকুণ্ড থানার ৩টি মামলা আদালতে বিচারাধীন আছে ।












