বিএনপির নাই নাই আহাজারিতে দেশবাসীর কোনো ক্ষতি নেই

পেকুয়া আ. লীগের সম্মেলনে হুইপ স্বপন

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, হায় হায় পার্টি বিএনপির নাই নাই আহাজারিতে দেশবাসীর কোনো ক্ষতি নেই। দেশের মানুষ খুব শান্তিতে আছে। বিএনপি চেয়েছিল দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাক। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না।
প্রায় ১৩ বছর পর কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক লায়ন কমরুদ্দীন আহমদসহ দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হন শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন আবুল কাশেম। হুইপ স্বপন বলেন, বিএনপির আমলে দেশের ২০ দশমিক ৮ শতাংশ মানুষ বিদ্যুৎ পেত। কিন্তু এখন দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। শেখ হাসিনার হাত ধরে দিন বদলে গেছে। শেখ হাসিনা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। তবে বিশ্বজুড়ে করোনার আঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে বিশ্বজুড়ে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠা সম্ভব হবে শেখ হাসিনার নেতৃত্বে। তাই আগামীতেও দেশ পরিচালনায় শেখ হাসিনাকেই দরকার। তিনি বলেন, দলকে শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। যাতে আগামীতে বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধবেশি দামে চার্জার ফ্যান বিক্রি, জরিমানা
পরবর্তী নিবন্ধদুদকের মামলায় ওসি প্রদীপের ২০ ও চুমকির ২১ বছরের কারাদণ্ড