বিএনপির গণজোয়ার ঠেকাতে সরকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে

প্রস্তুতি সভায় ডা. শাহাদাত

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:২০ পূর্বাহ্ণ

১০ দফা দাবি আদায়ে গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপির শ্রম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হেসেন বলেন, বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি আগামীকাল ১১ জানুয়ারি সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত সিআরবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জনতার উপস্থিতিতে গণ জোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারকে ঠেকানোর জন্য সরকার অনেক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু সেখানে সফল হবে না। জনগণ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। ইতোমধ্যে সরকারের কাঁপন শুরু হয়ে গেছে। অচিরেই সরকারের পতন অনিবার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভোটের ও গণতান্ত্রিক অধিকার এবং গণ মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করাই এই আন্দোলনের একমাত্র লক্ষ্য।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর। এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি শহনেওয়াজ চৌধুরী, সি. যুগ্ম সম্পাদক এম এ বাতেন, গাজী আয়ুব আলী, মো. হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সহসম্পাদক ইবরাহিম ফরাজী, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, সিনিয়র সদস্য হুমায়ুন কবীর, মো. সিরাজ, মো. বাহার মিয়া, পাহাড়তলী থানা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন মিন্টু, ডবলমুরিং থানা সভাপতি আবদুল হান্নান, আকবর শাহ থানা সভাপতি মনির, সাধারণ সম্পাদক সুজন, পাহাড়তলী থানা সাধারণ সম্পাদক আকবর, চট্টগ্রাম ওয়াসার মো. মানিক, বন্দর শ্রমিক নেতা মো. আবদুর রউফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষক সমিতির নির্বাচন ৮ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধও আর নিজাম রোড আবাসিক এলাকা সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনে সিপিডিএল