বিএনপির ‘কালো পতাকা মিছিল’ আজ ও কাল

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুই দিন ‘কালো পতাকা মিছিল’ করবে বিএনপি। আজ শুক্রবার দেশের সকল জেলায় এবং আগামীকাল শনিবার ঢাকাসহ সকল মহানগরে এই কর্মসূচি পালন করবে দলটি। একই দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ বিরোধী রাজনৈতিক জোট ও দল আলাদা আলাদাভাবে শনিবার রাজধানীতে কালো পতাকা মিছিল করবে। খবর বিডিনিউজের।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শনিবার ঢাকায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা ২টায় এই মিছিল শুরু হবে। এই কর্মসূচির বিষয়ে নিয়মমাফিক আমরা ঢাকা মেট্রোপলিট পুলিশকে অবহিত করে চিঠি দিয়েছি। আমাদের ভাইস চেয়ারম্য্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ বিষয়ে ডিএমপির সাথে কথা বলেছেন। পুলিশ আমাদের কর্মসূচির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। সেই হিসেবে ঢাকা মহানগের এই কর্মসূচি সফল করার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।

৭ জানুয়ারি ভোট বর্জনের পর রাজপথের এটাই বিএনপি নেতাকর্মীদের প্রথম কর্মসূচি। ইতোমধ্যে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসন কার্যালয়সহ সারাদেশে জেলা কার্যালয়গুলো খুলেছে। নেতাকর্মীদের অনেকে আত্মগোপন থেকে কার্যালয়ে আসাযাওয়া শুরু করেছেন।

এদিকে বিএনপির এ কর্মসূচির মধ্যে শনিবার রাজধানীতে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ গতকাল বলেন, শনিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানে বক্তব্য দেবেন।

পূর্ববর্তী নিবন্ধলাল পাহাড়ে আরসার আস্তানা
পরবর্তী নিবন্ধএকযোগে জাপার ৬৬৮ জনের পদত্যাগের ঘোষণা