বিএনপির আমীর খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে

পুলিশ হত্যা

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ হত্যার ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম জাকী আল ফারাবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু জানান, এদিন দুই বিএনপি নেতাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মতিঝিল জোনের ডিবি পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে তাদের জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবীরা। খবর বিডিনিউজের।

বিএনপি সমর্থিত আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আসামিদের পক্ষে শুনানিতে অংশ নিলেও মূল বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ মামলার মতো বিএনপির ৫০ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা রয়েছে। বাংলাদেশে এত মিথ্যা মামলা একসঙ্গে এর আগে দেখা যায়নি। খসরু বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় যে তাদের সন্ত্রাস করতে হবে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য হামলা মামলা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতে গুলশানের আরেক বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পল্টন থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধএলিফ্যান্ট ওভারপাসে প্রথমবারের মতো বন্যহাতির যাতায়াত
পরবর্তী নিবন্ধএই নভেম্বরেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি