বিএইচবিএফসির সাফল্যের স্বীকৃতি প্রয়াত এমডির নামে উৎসর্গ

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩৮ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীসহ অন্যান্য প্রতিষ্ঠানের অফিস প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) দপ্তর/সংস্থার ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম ক্যাটাগরিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ‘প্রথম স্থান’ অর্জন করায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বক্তারা বলেন, বর্তমান সরকার এপিএ ও শুদ্ধাচার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করায় বিএইচবিএফসির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী শুরু থেকেই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সরাসরি যুক্ত থেকে সব সূচক অর্জনের ক্ষেত্রে নিবিড় তদারকিসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও কার্যকরী ভূমিকা পালন করেন। এছাড়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকরা, এপিএ টিম এবং সংশ্লিষ্ট বিভাগ/অফিস বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএইচবিএফসির সদ্য প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীর ব্যক্তিগত ঐকান্তিক প্রচেষ্টায় করোনা মহামারীর মধ্যেও করপোরেশন ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অর্জনের স্বীকৃতি তার নামে উৎসর্গ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেলে ওজনে কারচুপি, জরিমানা অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস কমিশনারের সাথে বিজিএপিএমইএ’র মতবিনিময়