চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সাথে বিজিএপিএমইএ’র মতবিনিময়

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩৮ পূর্বাহ্ণ

কমিশনার অব কাস্টমসের সাথে গত ১৮ নভেম্বর মতবিনিময় করেছেন গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতৃবৃন্দ। কাস্টমস হাউজে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাস্টমস কমিশনার ফখরুল আলম, অতিরিক্ত কমিশনার আবু নুর রাশেদ চৌধুরী, বিজিএপিএমইএ এর সভাপতি আবদুল কাদের, ১ম সহ সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম, পরিচালক সাত্তার, সাবেক পরিচালক নজরুল, এম এ সবুর, কাস্টমসের যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, সহকারী কমিশনারবৃন্দ। সভায় বন্ডেড শিল্প প্রতিষ্ঠানের বিপরীতে আমদানি কৃত কাঁচামালের শুল্কায়ন মূল্য বাণিজ্যিকভাবে আমদানিকৃত কাঁচামালের সর্বনিম্ন/নির্ধারিত মূল্যে শুল্কায়ন, ২.৫০ ডলারে পলিস্টার/কটন সুতার শুল্কায়ন এখন থেকে ১.৬০ ডলারে শুল্কায়িত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এভাবে অন্যান্য কাঁচামালের শুল্কায়ন একইভাবে হবে বলে সভায় জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসির সাফল্যের স্বীকৃতি প্রয়াত এমডির নামে উৎসর্গ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৯৭ জন, একজনের মৃত্যু