বিএইচবিএফসি’র ওয়ান স্টপ সার্ভিস ডেস্কের উদ্বোধন

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৭ পূর্বাহ্ণ

স্বল্প সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য বিএইচবিএফসি’র ৮৫টি অফিসে ‘ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক’ চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিএইচবিএফসি’র জোনাল অফিস চট্টগ্রাম হতে সারাদেশে ১০টি জোনাল অফিসের আওতাধীন প্রধান শাখা অফিস এবং ঢাকার ৫টি শাখাসহ মোট ১৫টি অফিসে ওয়ান স্টপ সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএইচবিএফসির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে সদর দফতর হতে সংযুক্ত ছিলেন বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহানসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকবৃন্দ। এছাড়া অনুষ্ঠানটিতে সরাসরি অংশগ্রহণ করেন মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী ও চানু গোপাল ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. সেলিম বলেন, দুনীর্তিমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেলক্ষ্যে সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সরকার নানাবিধ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত পরিকল্পনার অংশ হিসেবে বিএইচবিএফসিও সারাদেশে ‘ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক’ চালু করার উদ্যোগ গ্রহণ করেছে- যার মাধ্যমে জনগণের কাছে বিএইচবিএফসি’র কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে। অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান, মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী, জোনাল ম্যানেজার ইউসুফ সালাউদ্দিন, শাখা ম্যানেজার তারিকুর রহমান ও নিগার সুলতানা মিতু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন