বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) জোনাল অফিস চট্টগ্রামে প্রতিষ্ঠানটির ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী। জোনাল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এতে জোনাল অফিসের আওতাধীন ৩টি রিজিওনাল অফিসের রিজিওনাল ম্যানেজারগণ ও ৯টি শাখা অফিসের শাখা ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জনগণের আরো নিকটে যাওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলায় আরো একাধিক শাখা অফিস চালু করার পরিকল্পনা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।