ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে আ’লা হযরত সত্যের কলম ধরেছিলেন

আলমগীর খানেকায় কনফারেন্সে বক্তারা | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলী (রহ.) এর ১০৩তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওরশে আ’লা হযরতে বক্তারা বলেন, শত বছর আগে বিশ্বের যে কোন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বিরুদ্ধে সরকারে আ’লা হযরত কুরআন সুন্নাহর আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন। তাঁর লিখনীর জবাব আজ পর্যন্ত কেউ খন্ডন করতে পারেনি, কেয়ামত পর্যন্ত পারবেনা। নবী বিদ্বেষীদের বিরুদ্ধে তিনি ছিলেন সর্বদা সোচ্ছার।
হাদায়েক্বে বখ্‌িশশ পাঠক ফোরামের ব্যবস্থাপনায় গত শনিবার ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌ শরীফে ওরশে আ’লা হযরতে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মহসীন। উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার
অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা ড. আ ত ম লিয়াকত আলী, আল্লামা জসিম উদ্দীন আল-আযহারী, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, আল্লামা ড. মুরশেদুল হক, অধ্যক্ষ আল্লামা ড. সরওয়ার উদ্দীন, আল্লামা ড. আব্দুল হালিম আলকাদেরী, আল্লামা হাফেজ ওসমান গণি আলকাদেরী, আল্লামা সাইফুদ্দীন খালেদ আল-আযহারী, মাওলানা সৈয়দ ইউনুচ রেজভী, আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী, আল্লামা আব্দুল গফুর খাঁন, মাওলানা ইকবাল হোসাইন কাদেরী, মাওলানা ফরিদুল আলম রেজভী, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা এমদাদুল ইসলাম আলকাদেরী। মাওলানা আ ন ম ছাইফুল্লাহ রিজভী ও মাওলানা মুহাম্মদ ইদ্রিস কাদেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা ইব্রাহীম, মাওলানা রাশেদুল ইসলাম কাদেরী, মাওলানা শিহাব উদ্দিন রেযা, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের জাওয়াদ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা হাফেজ আব্দুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসির ঋণ সেবা মাসে চট্টগ্রামে গ্রাহক সমাবেশ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ হবে গরীবের স্বার্থরক্ষার রাজনৈতিক প্লাটফর্ম