বায়েজিদ থেকে ১২ মামলার আসামি মোকাম্মেল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানায় ১২ মামলার আসামি মীর মোহাম্মদ মোকাম্মেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে তার। গত সোমবার রাতে বায়েজিদ কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মীর মোহাম্মদ মোকাম্মেল (৬৫) অক্সিজেন মোড় ওয়াপদা এলাকার মৃত মীর মোহাম্মদ শোয়াইবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মীর মোহাম্মদ মোজাম্মেল চেক প্রতারণা মামলার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
চেক প্রতারণায় তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাকি ৬টি মামলা এখনো বিচারাধীন। এছাড়া পরোয়ানাভুক্ত ৬টি মামলার মধ্যে
তিনটিতে আদালত তাকে এক বছর ১০ মাস কারাদন্ড ও ১৫ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করেন। এ বিষয়ে বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় শর্মা বলেন, চেক প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি মীর মোহাম্মদ মোকাম্মেলকে বায়েজিদ কাঁচাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘদিন পর শত কোটি টাকার ৫ সরকারি বাড়ি দখলমুক্ত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল উদ্বোধনে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা