বায়েজিদ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থেকে মোহাম্মদ দেলোয়ার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বরিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন তিনি। দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি সাতকানিয়ায়। কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের অনুসারী।

বায়েজিদ থানা সূত্রে জানা যায়, রোববার বায়েজিদ থানায় জসিম উদ্দিন, সোলতান, সোহেল, সুমন, বাবু, ইদ্রিস, মহিউদ্দিন নামের সাত ব্যক্তির বিরুদ্ধে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করেন মোহাম্মদ দেলোয়ার। অভিযোগ পত্রে দেলোয়ার উল্লেখ করেন, ১ নভেম্বর পাহাড়িকা আবাসিক এলাকায় তার মাথায় আঘাত করে তারা ৩৫ হাজার টাকা মূল্যের ওয়ান প্লাস মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে দেলোয়ারের পরিচয় পায় পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনিতা চৌধুরীর পারলৌকিক ক্রিয়া কাল
পরবর্তী নিবন্ধকলাউজান নাথপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী