বায়েজিদ ও পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ ও পাহাড়তলীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে বায়েজিদের অক্সিজেন নয়াহাট এলাকায় নির্মাণাধীন ভবনের ২য় তলা থেকে পড়ে আহত আবদুল সালাম (৩৫) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে গতকাল সকালে পাহাড়তলীর গ্রিন ভিউ আবাসি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত মো. আরমান (১৮)ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাঁচ তলার ছাদে কাজ করার সময় পা পিছলে আরমান নামের ওই নির্মাণ শ্রমিক নিচে পড়ে যায়। এসময় আরেক শ্রমিক সুজনসহ অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে বিকেলে বায়েজিদ বোস্তামী থানাধীন অঙিজেন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ২য় তলা থেকে অসতর্ক অবস্থায় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আবদুল সালাম।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মুমূর্ষু অবস্থায় সকালে ও বিকেলে দুইজন নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনা হলে তাদের ২৮ নম্বর ওয়ার্ডে প্রেরণ করা হয়। সকালে আরমান নামের একজন ও রাতে আবদুল সালাম নামের অপর নির্মাণ শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাদের মাথায় গুরুতর আঘাত ছিল।

পূর্ববর্তী নিবন্ধনতুন ব্রিজে আগুনে পুড়ল ৩৬ দোকান
পরবর্তী নিবন্ধসহিংসতায় দু’জনের মৃত্যু