বায়েজিদে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বদরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত বদরুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ঘাটলা এলাকার আব্দুল সেরায়ের বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে। বায়েজিদ বোস্তামী থানার বালিকার মোড় মামুনের কলোনিতে বসবাস করতেন তিনি।

পুলিশ জানায়, ওই শিশু বালিকার মোড়ে একটি মাদ্রাসায় নার্সারিতে পড়ালেখা করে। তার মা একটি গার্মন্টেসে চাকরি করেন। চাকরিতে যাওয়ার সময় মেয়েকে তিনি সকাল সাড়ে ৭টায় মাদ্রাসায় দিয়ে যান। সকাল ১০টার মাদ্রাসা থেকে বাসায় চলে আসে।

গত ২৬ জুন সকালে সে মাদ্রাসা থেকে বাসায় আসার পর একই কলোনির ভাড়াটিয়া মো. বদরুল ইসলাম বাসায় কেউ না থাকার সুযোগে ঢুকে পড়ে। তাকে খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ধর্ষণ করে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতি করে ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলন, ভুয়া মালিক কারাগারে
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় দিন দেশে ২ হাজারের বেশি শনাক্ত