বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগের ১৯তম এশায়াত মাহফিল

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৫, ১০২, ১১৫ ও ২০১নং শাখার উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন উপলক্ষে গত বৃহস্পতিবার মসজিদে গাউছুল আজম মুনিরী (রা.) প্রাঙ্গণে ১৯ তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর। বক্তারা বলেন, তরুণ ও যুবকরা যদি আল্লাহ প্রদর্শিত পথে ও রাসূল (দঃ)’র আদর্শে জীবন গড়ে তাতে বদলে যাবে গোটা সমাজ, সমুন্নত থাকবে সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দের বন্ধন।
মাহফিলে মুহাম্মদ আনোয়ারুল আজিম শাহেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাওলানা রিদুয়ান, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ আফছারুল ইসলাম, মুহাম্মদ আবু কালাম, শাহীন হোসেন লাভলু, মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা সাইম হুছাইন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ জিফাদুল ইসলাম, মুহাম্মদ রবিউল হোসেন, হাজী জামাল, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ মনছুর, মুহাম্মদ এমরান, মুহাম্মদ দিদার, মুহাম্মদ বাহাদুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির মুক্তি সংগ্রাম ও বঙ্গবন্ধুর সোনার বাংলার রূপরেখা সংবিধান
পরবর্তী নিবন্ধরবি দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন