নগরীর বায়েজিদ এলাকার শেরশাহ মেইন রোড, শিল্পএলাকা রোড, আবাসিক এলাকা রোডে প্রায় ৪০ শতক জায়গা দখলমুক্ত হয়েছে। এসময় প্রায় ২ শতাধিক অবৈধ দোকানপাট ও দখলদারকে উচ্ছেদ করা হয়।
আজ রবিবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়। বাংলানিউজ
অভিযানকালে চসিক-এর প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, র্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ৩০ আনসার ব্যাটেলিয়াম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিডিবিসহ সহায়তা করেন।