
‘ইউজ হার্ট ফর এভরি হার্ট’- প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চমেকের শাহ বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক হাসপাতাল শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম ও সাধারণ সম্পাদক ডা. প্রণয় দত্ত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিসুল আওয়াল। এছাড়া আরো উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. সালেহউদ্দিন সিদ্দিকী, ডা. নুরুদ্দীন তারেক, ডা. নুরুদ্দীন জাহাঙ্গীর, ডা. এমরান হোসেন, ডা. খোরশেদ আলম, ডা. কফিল উদ্দিন, ডা. সাগর চৌধুরী, ডা. বিধান চৌধুরী, ডা. শ্রীপতি ভট্টাচার্য, সালমা নাহিদ, কিশোয়ার নাসরিন, ডা. আবদুল হামিদ সাগর ও ডা. লক্ষ্মীপদ দাশ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল : গতকাল বৃহস্পতিবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইপারটেনশান এন্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করুন’। সেমিনারে সাইয়েন্টেফিক পার্টনার ছিল অপসোনিন ফার্মা। সেমিনারে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কেক কাটা হয়। শেষে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহ ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মৌমিতা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশ্ব হার্ট দিবস সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন শাহীন।
মেট্রোপলিটন হাসপাতাল : ‘হৃদয় দিয়ে সবার হৃদযন্ত্রের যত্ন নিন’ এই প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট এন্ড ভাসকুলার সেন্টার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের পূর্বে হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর জিইসি, গোলপাহাড় মোড় ঘুরে হাসপাতালের সামনে এসে শেষ হয়। সেমিনারে হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, বায়ূ দূষণের কারণে প্রতি বছর বিশ্বে শতকরা ২৫ ভাগ হৃদরোগ জনিত মৃত্যু ঘটে। বায়ু দূষণের ফলে রক্ত বহনকারী ধমনি ও শিরাতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। ফলে উচ্চরক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। এতেই ঝুঁকি বাড়ে হৃদরোগের। তাই বায়ূ ধূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. মুজিবুল হক, ডা. সারওয়ার কামাল, ডা. আবদুল মোত্তালিব, ডা. সোহেল ছিদ্দিকী, হাসপাতালের পরিচালক ডা. কাওয়সার আলম, সহকারী অধ্যাপক এম এ হাশেম, ডা. ইরফান চৌধুরীর, ডা. জি এম মারুফ, ডা. শাফায়াত প্রমুখ।
মা ও শিশু হাসপাতাল : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এক আলোচনা সভা হাসপাতালের কনফারেন্স রুমে অধ্যক্ষ প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাইসুল উদ্দিন সৈকত। বক্তব্য রাখেন আবদুল মান্নান রানা, মোহাম্মদ রেজাউল করিম আজাদ, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, এস এম কুতুব উদ্দিন, মোহাম্মদ সাগির, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়য়া, অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল, অধ্যাপক ডা. খন্দকার বোরহান উদ্দিন, অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম, অধ্যাপক ডা. অলক নন্দী, অধ্যাপক ডা. রজত শংকর রায় বিশ্বাস, অধ্যাপক ডা. মোজাম্মেল হক শরিফি প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. দিদারুল আলম, উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো. মনজুরুল আলম চৌধুরী, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, অধ্যাপক ডা. শামসুন নাহার বিনতে মান্নান, অধ্যাপক ডা. এস এম মুইজ্জুল আকবর চৌধুরী, অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান, ডা. সামিরা তৌফিক রেশমা, ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ।
পেডিয়াট্রিক এসোসিয়েশন বিপিএ : বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন বিপিএ চট্টগ্রাম শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার গত ২৯ সেপ্টেম্বর নগরীর চিটাগাং সিনিয়রস ক্লাবে অধ্যাপক ডা. ঝুলন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিপিএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাছির উদ্দীন মাহমুদ। এতে প্রবন্ধ ও প্রজেক্ট উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলে মারুফ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফারাহ চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডাঃ দিদারুল আলম, অধ্যাপক ডাঃ ওয়াজির আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন অপসোনিন ফার্মা লিঃ এর সহকারী সেলস ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।