বায়তুশ শরফ মানবসেবা ও সমাজ সংস্কারে কাজ করছে

লোহাগাড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেন, বায়তুশ শরফের পীর মুর্শিদরা ইহ ও পারলৌকিক কল্যাণে নিবেদিত থেকে যেভাবে দেশে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন তা অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। বায়তুশ শরফ মসজিদ ভিত্তিক একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান হলেও মসজিদ, মাদ্রাসা, ইসলামী গবেষণা কেন্দ্র, এতিমখানার পাশাপাশি, স্কুল, কারিগরি প্রতিষ্ঠান, হাসপাতালের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা দিয়ে যাচ্ছে। বায়তুশ শরফ মানুষের আত্মার পরিশুদ্ধির পাশাপাশি মানবসেবা ও সমাজ সংস্কারের কাজও করে যাচ্ছে। গত শুক্রবার লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা (আখতরাবাদ) বায়তুশ শরফ কমপ্লেক্সে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ আবদুল হাই নদভীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ ইদ্রিছ মিয়া। উপস্থিত ছিলেন জিয়াউল হক চৌধুরী বাবুল, এম. এ মোতালেব সিআইপি, আহসান হাবিব জিতু, শিবলী নোমান, সালাহ উদ্দিন হিরু, কুতুব উদ্দিন, আতিকুর রহমান, বিজয় বড়ুয়া, এম. ডি জুনাঈদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আনিছুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহ এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল