বাড়ছে মশার উপদ্রব

নূরনাহার নিপা | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

একদিকে দেশে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। অন্যদিকে মশার উপদ্রব। এই জটিলতা থেকে কেউ রেহাই পাচ্ছে না। যেখানে যাই, যে পথ দিয়েই যাই পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের মূল কারণ যেখানে সেখানে আবর্জনার স্তূপ, নদী, নালা, খাল ভরাট, বদ্ধ পানি, ডোবায় মশার অসংখ্য লার্ভা দেখতে বিশাল জলাশয়ে একই দৃশ্য দেখা যায়। চট্টগ্রামে প্রচুর মশা বেড়েছে গত বছরের তুলনায়। মশার জন্য সচেতনতার বিকল্প মশা নিধনের কীটনাশক ওষুধ ছিটিয়ে মরছে না মশা। যেভাবে মশার বিস্তার করে। মশার কামড় থেকে বাঁচার জন্য মশা অ্যারোসল, কয়েল, স্ত্রোন, নানান ধরনের ওষুধ ব্যবহার করে ও মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। মশা বাহিত রোগ বালাইয়ের পরিমাণ ও মানুষের ভোগান্তি। মশার কয়েল সারাক্ষণ ধরে জ্বলে এবং কয়েল জ্বালিয়ে ঘরে অবস্থান করে, কয়েলের ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের অসুখ হতে পারে। তাছাড়া ক্যান্সার এবং কিডনি রোগেরও ঝুঁকি তৈরি হতে পারে। সেই সাথে মানুষের চোখ হৃদয়রোগের ঝুঁকি হতে পারে। মাননীয় মেয়র যদি একটু সুনজর দেন চট্টগ্রামের পরিবেশ সৌন্দর্য পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে। আপনাদের উদ্যোগ অব্যাহত থাকুক, প্রকল্পটি বাস্তবায়িত হোক। চট্টগ্রামের মানুষ যেন স্বস্তিতে দিন কাটাতে পারে এই প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধশিশু বলাৎকার বন্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধনারীর মানসিক সহযোগিতা