বাড়ই পাড়া থেকে ২২০০ ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা বন্দর-পশ্চিম বিভাগ।

গত বুধবার বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল হোছাইন ও আবেদুল হক। তারা কঙবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবির, পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদসহ পুলিশ সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা ইসলামী ফ্রন্টের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধশাটলে বসা নিয়ে বিতণ্ডা রাতে হলে মারামারি