বাহরাইন ম্যাচের আগে ডিফেন্সে বাড়তি মনোযোগ বাংলাদেশ দলের

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ-বাহরাইন দুই দলের ব্যবধান ৯৯ ধাপ। তাই বাহরাইনের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে মাঠে নামার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা রক্ষণ নিয়ে কাজ করছেন নিবিড়ভাবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের আগামীকাল বুধবার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। সোমবার দেশটির জাতীয় স্টেডিয়াম বুকেট জলিলে অনুশীলন সেরেছে দল।

বাহরাইন ম্যাচের আগে রক্ষণের দৃঢ়তা বাড়াতে আরও কাজ করার কথা ভিডিও বার্তায় জানান ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ। ‘আলহামদুলিল্লাহ, আজ ম্যাচ গ্রাউন্ডে ট্রেনিং করলাম। ম্যাচের জন্য সবাই পুরোপুরি ফিট আছে। আজকে আমাদের ট্রেনিং হয়েছে কিভাবে বাহরাইনের সাথে ডিফেন্ডিং নিয়ে কাজ করব। এটা নিয়েই কাজ হয়েছে। সেট পিস নিয়েও কাজ করেছি।

সেট পিসে কিভাবে প্রতিপক্ষের ডিফেন্সে পজিশন ঠিক রাখব, সেটা নিয়ে কাজ করছি। আমাদের রক্ষণ থেকে কিভাবে আক্রমণে যাব, কিভাবে বিল্ড-আপ করব, এগুলো নিয়েও কাজ হয়েছে।’ কাবরেরার সহকারী কোচ মাসুদ কায়সার পারভেজও জানিয়েছেন বাহরাইনকে পর্যালোচনা করে প্রস্তুতি নিচ্ছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধমেসির রেকর্ডে বিধ্বস্ত এস্তোনিয়া
পরবর্তী নিবন্ধআইসিসির মে মাসের সেরার লড়াইয়ে মুশফিক