বাস হিসাবে রাস্তায়, ট্রেন হিসাবে রেললাইনে

আজাদী ডেস্ক | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

গাড়িটি রাস্তায় চলবে বাসের মতো, রেললাইনের উপর তা হয়ে যাবে ট্রেন। সমপ্রতি এ রকম একটি গাড়ি তৈরি হয়েছে জাপানে। নাম ডুয়াল মোড ভেহিকেল বা ডিএমভি। গতকাল তা প্রথম জনসমক্ষে এসেছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ ধরনের যান চলবে বলে জানা গেছে। ডিএমভি দেখতে মিনিবাসের মতো। যখন রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে। রেললাইনে ছোটার জন্য রয়েছে স্টিলের চাকা। আসা কোস্ট রেল কোম্পানি তৈরি করেছে এই যান। ডিএমভি নিয়ে ওই সংস্থার সিইও জানান, কাইয়োর মতো ছোট শহরে জনসংখ্যা কম। ওখানে এই যান কাজে লাগবে। ছোট শহরে পরিবহন সংস্থাগুলো লাভের মুখ দেখতে পায় না। এই যান বদলে দিতে পারে পরিস্থিতি। এই যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তারপর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে। জানা গেছে, ডিভিএমে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারেন। রেললাইনে তা সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। রাস্তায় ১০০ কিলোমিটার বেগে যেতে সক্ষম। গাড়িটি চলবে ডিজেলের মাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধদেয়া যাবে সুনামির পূর্বাভাস!
পরবর্তী নিবন্ধব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব