বাস-টিকটিকি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মে, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন স্বাধীনতা পার্কের সামনে বাস ও টিকটিকির (তিন চাকার সিএনজি চালিত সবুজ টেম্পো) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রমেণ বড়ুয়া (৩০) ও মো. বেলাল (২৫) নামে আরো দুইজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, বাস ও টিকটিকির সংঘর্ষে আহত ৩ জনকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন চিকিৎসাধীন আছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। অপর দুইজনের মধ্যে প্রমেণ বড়ুয়া রাঙ্গুনিয়ার মৃত সুনীল কান্তি বড়ুয়ার ছেলে এবং মো. বেলাল হাটহাজারী উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধভরাট চাক্তাই খালে যত শঙ্কা
পরবর্তী নিবন্ধফেরিতে যাত্রীর চাপ, দিনে চলাচল বন্ধ ঘোষণা