বাস চাপায় নগরে কামাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বন্দর থানার ২নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল দক্ষিণ পতেঙ্গার মাইজপাড়ার আবদুল মালেকের ছেলে। সে লালদিয়ার চরে কন্টেনার ডিপোতে কাজ করতো। বন্দর পুলিশ ফাঁড়ির এসআই কিশোর মজুমদার সাংবাদিকদের বলেন, নগরের ১০ নম্বর রুটে চলাচল করা একটি বাস মোটরসাইকেল চালককে চাপা দেয়। এসময় তার মাথা বাসের চাপায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাস চালক পালিয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ঘটনাস্থলেই মারা যায় কামাল। বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চূড়ান্তভাবে মৃত ঘোষণা করেন।







