কক্সবাজারের রামুর তেচ্ছিপুল এলাকায় যাত্রীবাহী রামু লাইন সার্ভিসের মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে মাটিরাঙার আলুটিলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে খাগড়াছড়িগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় হানিফ নামের আরেক যুবক।
রামুতে নিহত যুবকের নাম রহমত উল্লাহ (৩৫)। তিনি কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়কের আবদুল মুনাফের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু তেচ্ছিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রহমত কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে রামুর দিকে যাচ্ছিলেন। তেচ্ছিপুল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রামু লাইন নামের যাত্রীবাহী মিনিবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রহমত ঘটনাস্থলে মারা যান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মাটিরাঙায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের আলুটিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাটিরাঙার চরপাড়া এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে আবু হানিফ। আহত নাজিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাটিরাঙার আলুটিলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী ট্রাকের চাকায় পৃষ্ট হয় হানিফ ও নাজিম। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।