বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

বাসের ধাক্কায় তাজুল ইসলাম (৪০) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নগরীর ৩ নম্বর রুটে চলাচলকারী বেপরোয়া গতির একটি বাস পথচারী তাজুলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। পুলিশ বাসটি আটক করেছে। লালদীঘি এলাকায় হকার মার্কেটের সামনে একটি স্পিডব্রেকারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও অজ্ঞাত কারণে তা উপেক্ষিত বলে ব্যবসায়ী নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, স্পিডব্রেকার থাকলে আজ তাজুলকে প্রাণ দিতে হতো না।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিচ্ছন্নকর্মী তাজুল ইসলাম গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে হকার মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মিনিবাস (নং চট্ট মেট্রো-হ-১১-২৭৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর এলাকার মৃত মলু মুন্সীর পুত্র। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় পুকুরে ভাসছিল যুবকের মরদেহ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে ঢুকে নির্বিচারে গুলি, নিহত ১০