দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হওয়ার ৪ দিন পর চন্দনাইশের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. কামাল উদ্দীন (৪৭)। গত শুক্রবার আহত হওয়ার পর চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। নিহত কামাল উদ্দীন চন্দনাইশের হাশিমপুর বড়পাড়ার মৃত আবদুল হাকিমের ছেলে।
নিহতের ছোট ভাই মো. নাজিম উদ্দীন জানান, তার বড় ভাই কামাল উদ্দীন দীর্ঘদিন ধরে শান্তিরহাট এলাকায় চামড়ার ব্যবসা করে আসছিল। ঘটনার দিন গত শুক্রবার মাগরিবের নামাজ পড়ে আসার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত কামাল উদ্দীন ২ ছেলে ও ১ মেয়ের জনক।












