বাসি খাবার বিক্রি করায় এক দোকানিকে জরিমানা

চট্টগ্রাম রেলস্টেশন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলস্টেশনের ভেতরে বাসি বিরিয়ানি, রোল, কাটলেট, বার্গার বিক্রি করায় স্ন্যাক্স অ্যান্ড টি স্টলকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকালে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ট্রেনের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্ন্যাক্স অ্যান্ড টি স্টলে অভিযান চালানো হয়। অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর ঐ স্টলে বাসি খাবার বিক্রির সত্যতা পান। তখন ঐ দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি এবং দোকান সাময়িকভাবে বন্ধ করে দেন। এ সময় দোকানদার আর বাসি খাবার পরিবেশন করবে না মর্মে মুচলেকা দিলে দোকার খোলার অনুমতি দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধহালদায় বড়শি দিয়ে মাছ ধরায় দুই শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা