বাসযোগ্য আবাসস্থল

জায়তুন্নেছা জেবু | শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৪৬ পূর্বাহ্ণ

মানুষ সৃষ্টির সেরা জীব। ‘সবার উপরে মানুষ সত্যতাহার উপরে নাই’। মহান আল্লাহ তাঁর বান্দাকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ বিবেককে ধ্বংস করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে। দিন দিন খুন, ধর্ষণ বেড়েই চলছে। মানুষ পশুতে পরিণত হচ্ছে। কোথাও নিরাপদ নাই। প্রকাশ্যে মানুষের প্রাণ নিতে খুনিরা দ্বিধাবোধ করছে না।

ধর্ষকের বর্বরোচিত ঘটনা মানুষের মনকে কলুষিত করছে। ধর্ষকের সাথে শয়তানের এই যেন গভীর সখ্যতা। ধর্ষকদের হাত থেকে রেহাই পায়নি স্বামীর কাছে থাকা স্ত্রী। কোন দেশে বাস করছি আমরা? দেশটা যেনো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আইয়ামে জাহেলিয়াত যুগের চাইতে এই যুগ বেশি বর্বরোচিত হয়ে পড়ছে। আমরা আর কোনো ধর্ষক চাই না, চাই না কারও বোন, কারও মেয়ে, কারও স্ত্রী, কারও শিশু ধর্ষিত হোক? আমরা চাই মানুষ তার নিজের বিবেককে জাগ্রত করে, মনুষ্যত্বের পরিচয় দিয়ে, সমাজ, পরিবার, ও দেশকে কলঙ্কমুক্ত করুক। চাই নিরাপদ স্থান, সুস্থ ও সুন্দর পরিবেশ। সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার, সকলে নিরাপদে থাকুক, শিক্ষাঙ্গন হোক ধর্ষক মুক্ত। পৃথিবী হোক বাসযোগ্য আবাসস্থল।

পূর্ববর্তী নিবন্ধজোৎস্নাস্নাত রাত
পরবর্তী নিবন্ধতিনটি বিষয়কে যদি সমন্বয় করি …