পাহাড়ের ঢালু বেয়ে আবছা গোধুলি বেয়ে
উদিত হলে হে ফাগুন রাঙা চাঁদ।
ঝুমকো পাহাড়ি ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি আর
পলাশের রক্তিম বর্ণগুলো অপ্রতিরোধ্য আজ।
চাতক পাখি যেভাবে স্মরণ রাখে তার তৃষ্ণা
বুকের দাবানলে জ্বলে পুড়ে
কতোবার জন্মনিয়েছি পুনর্বার
নৈঃশব্দ্যে রাত্রির চন্দ্রিমা প্রহরে।
অবশেষে মধুরাঙা ছত্রাকের খোলস মাড়িয়ে
বিষণ্নতার প্রস্তরখণ্ড মৃত্তিকায় পুতে দিয়ে
ইস্পাতের কারখানার ঝকঝকে অগ্নিকুণ্ড
চিত্তে বয়ে এই চির সংগ্রামী আজ বাসন্তী চাঁদ।