বাসদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

| বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

সিডিএ কর্তৃক পতেঙ্গা সমুদ্র সৈকত বেসরকারি কোম্পানিকে ইজারা প্রদানের প্রক্রিয়া বন্ধ করা এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সিডিএকে শোকজ নোটিশ প্রেরণের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ও পতেঙ্গা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মো. মোমিনুর রহমান বলেন, এ ধরনের কোনো এক্তিয়ার সিডিএর নেই।

স্মারকলিপি পেশের পূর্বে গতকাল সকালে কোর্ট বিল্ডিং শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানস নন্দীর সভাপতিত্বে ও জাহেদুন্নবী কনকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার ও দীপা মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইজারা দেয়ার চক্রান্ত প্রতিরোধের আহ্বান সিপিবির
পরবর্তী নিবন্ধলোকসংগীতের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা শুরু হচ্ছে